Translate

উইন্ডোজ ৭ এ angry birds গেম চলে না এক্ষনি নিয়ে নিন সমাধান

বন্ধুরা কেমন আছেন সবাই। আশাকরি সবাই ভাল। আপনারা জানেন বর্তমানে angry birds বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় গেমস। বর্তমানে অনেক ধরনের মোবাইল, অ্যান্ড্রয়েড এবং আইফোন এ বিল্টইনভাবে থাকে গেমটি। শুধু মোবাইল, অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যাবহারকারি নয় কম্পিউটার ব্যাবহারকারিরাও এই গেম খেলে দারুণ মজা নিচ্ছে। কিন্তু সমস্যার বিষয় হল এই গেমটি অনেকসময় অনেক কম্পিউটার এ চলে না। এই গেমটির অনেক পর্ব এবং অনেক ধরনের আছে। কিন্তু এক সময় দেখলেন আপনার কম্পিউটার এ এই গেমটি চলছে না। বিশেষ করে এরকম সমস্যা দেখা দেই উইন্ডোজ ৭ এ। সমস্যাটি নিচের ছবিতে দেখেনঃ
2.1
যদি আপনার কম্পিউটার এ গেম চলতে এরকম সমস্যা দেখা যায় তাহলে নিয়ে নিন সমাধানঃ
প্রথমে আপনাকে ডেক্সটপ থেকে আপনার কম্পিউটার এর আইকন এ মাউস এর লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে। তারপর ম্যানেজ লিখায় ক্লিক করুন।নিচের ছবি দেখুনঃ
2.2
যদি এখানে অন্যভাবে যেতে চান তাহলে উইন্ডোজ থেকে Start -> Control panel > Device Manager সিলেক্ট করতে পারেন।
2.3
এখন Device Manager থেকে Display Adapters এ ক্লিক করুন। এরপর MOBILE Intel (R) এ ডাবল ক্লিক করুন।
2.4
এখন আপনার কম্পিউটার এর ইন্টারনেট কানেকশন চালু করুন। এবার Driver এ যান। তারপর Update driver এ ক্লিক করুন।
2.5

এবার Search automatically for updated driver software এ ক্লিক করুন।
2.6
এবার উইন্ডোজ নিজেই ড্রাইভার খুঁজে ইন্সটল করে নিবে।
2.7
ড্রাইভার আপডেট শেষ হলে ক্লোজ করে দিন। এরপর আপনার কম্পিউটার বন্ধ করে চালু করুন অথবা রিস্টার্ট দিন। তাহলে আপনার ড্রাইভারটি সম্পূর্ণভাবে কাজ করবে। এইবার গেমটি চালু করে দেখেন। গেম চলবে ১০০% নিশ্চিত। যদি কোন কারণে না চলে তাহলে বুজতে পারবেন আপনার গেম ফাইলটিতে সমস্যা কারণ এই সমস্যা ছাড়া আর কোন সমস্যা এখন হতেই পারে না। এই পদ্ধতি পরিক্ষিত পদ্ধতি। কারণ আমি মাঝে মাঝে অনেক এর কম্পিউটার চালাই। সব কম্পিউটার এর উপর পরিক্ষা নিরিক্ষা করার পর এটাই সবচেয়ে ভালো সমাধান পেলাম। যাদের সমস্যা চেষ্টা করে দেখতে পারেন আশাকরি বিফল এ যাবে না।
ধন্যবাদ সকলকে। আজকে এই পর্যন্ত। আগামি পোস্ট এ আমরা আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। এখন এখানেই শেষ করছি।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment